আসছে গ্রাফিক নভেল ও ইলাস্ট্রেটেড গল্পের সংকলন ‘ছায়ানগর ১০১’
একই মলাটে বেশ কিছু গ্রাফিক নভেল ও ইলাস্ট্রেটেড গল্পের সমাহার নিয়ে প্রকাশিত হতে চলেছে সংকলন গ্রন্থ 'ছায়ানগর ১০১'।
মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন-এর উদ্যোগে রহস্য, থ্রিলার, হরর, সুপার ন্যাচারাল, ওয়েস্টার্ন ও অ্যাডভেঞ্চারধর্মী বেশ কিছু গল্প স্থান পেয়েছে বইটিতে।
সংকলনটিতে গল্প লিখেছেন বর্তমান প্রজন্মের এক ঝাঁক প্রতিশ্রুতিশীল ও পাঠকপ্রিয় লেখক।
লেখকদের তালিকায় আছেন—তানজীম রহমান, জাহিদ হোসেন, বাপ্পী খান, ফাহাদ আল আবদুল্লাহ, কিশোর পাশা ইমন, প্রান্ত ঘোষ দস্তিদার, হাসান মাহবুব, চন্দ্রিকা নূরানী ইরাবতী, রাফাত শামস, আবীর সোম, সাদী ইমদাদ, পলাশ পুরকায়স্থ, তন্ময়, মিশু মিলন, ডিউক জন, রাগিব নিহাল তন্ময় ও অধীরথ।
অলংকরণ ও অঙ্কনে রয়েছেন—অনারিয়া আলিম্মন, সাদী ইমদাদ, তাহমীদুল ইসলাম আলিফ, আহমেদ হাসান সানি, ওয়াসিফ নূর ও মোহাইমিন তুর্জ, মিশকাত, কাজী সাফায়েত হোসেন সাগর।
একই বইতে গল্প, গ্রাফিক নভেল এবং ইলাস্ট্রেটেড গল্পের এমন উদ্যোগ দেশে খুব একটা দেখা যায় না। তরুণ প্রজন্মকে গ্রাফিক নভেল ও এই ধরনের ধারার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রকাশক।
বইটির বেশকিছু পাতা সম্পুর্ণ রঙিন করা হয়েছে চিত্রের প্রয়োজনে।
প্রকাশনা সমন্বয়কারী ফাহাদ আল আবদুল্লাহ জানান, 'ছায়ানগরের কাজে আমরা হাত দিই একেবারেই উচ্চাভিলাষ থেকে। একদিকে উপন্যাস আর গল্পের পাঠকদের কমিকসের প্রতি কেমন একটা উদাসীনতা আছে, যেন ওসব খোকা-খুকুদের ব্যাপার। অন্যদিকে কমিকস পাঠকদের ভেতরে উপন্যাস আর গল্প মেলা একঘেয়ে হবার জল্পনা-কল্পনা।
'একদিন বসে হঠাৎ ভাবলাম, এক মলাটের ভেতর কমিকস আর গল্প ঘাড় ধরে ঢুকিয়ে দিলে কেমন হয়? সাথে সাথে কাজ শুরু। আমাদের কলেবর বাড়তে থাকে। তরুণ লেখক-আঁকিয়েদের সমাগম ঘটে। অনেকে ব্যক্তিগত জায়গা থেকে সরেও যান, সাথে ব্যাংক ব্যালান্সের ঘাটতি তো আছেই। তবু শেষে ছায়ানগর ১০১ আনতে পেরেছি। বাকিটা পাঠকদের ওপরে।'
২৪৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪৮০ টাকা। অর্ডার করা যাবে মাতব্বর কমিক্স এন্ড পাবলিকেশন-এর ফেসবুক পেজ থেকেই।