সবিশেষ: ইজিবাইক ভর্তি টেপাই
চৈত্রমাস শেষ হতে চলেছে। আসছে বৈশাখ। সারাদেশের মতো লালমনিরহাট অঞ্চলেও এবার আগাম বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। চারদিক নদী-নালা পানিতে ভরে যাচ্ছে। পাল্লা দিয়ে মাছ শিকারিরাও ব্যস্ত হয়ে পড়েছে।
মৎস্য আহরণকারীদের জন্য মাছ ধরার অনুসঙ্গ হিসেবে স্থানীয় বাজারগুলোতে বিক্রি হয় বাঁশের তৈরি টেপাই (চাঁই-মাছ ধরার বিশেষ যন্ত্র)। গতকাল সোমবার (১১ এপ্রিল) বিকালে লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী হাটে বিক্রির জন্য একটি ইজিবাইকে করে টেপাইগুলো নিয়ে যাচ্ছিলেন জেলার কালীগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম।
লালমনিরহাটের নামুড়ী-চাপারহাট ফাঁড়ী সড়কের নামুড়ী এলাকা থেকে সোমবার বিকালে ছবিটি তোলা হয়েছে। ছবিটি তুলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লালমনিরহাট জেলা প্রতিনিধি এম এম হোসেন।