গাছের ভেতর জ্বলছে আগুন
বজ্রপাত হলে সাধারণত এক লহমায় ভস্মীভূত হয়ে যায় যে কোনো কিছু। কিন্তু কখনও কখনও এমনও হয় যখন প্রকৃতি নিজেই মানে না নিজের নিয়ম। রহস্যময় প্রকৃতির ব্যতিক্রমী কর্মকাণ্ড রীতিমতো অবাক করে দেয় আমাদের।
এরকম এক উদাহরণই বোধহয় এই গাছটা। বজ্রপাতে পুড়ে ছাই না হয়ে ধিকি ধিকি আগুন জ্বলছে গাছের ভেতরে।
সম্প্রতি টুইটারে এই অসাধারণ দৃশ্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘বজ্রপাতের আঘাতে আগুন জ্বলছে গাছের ভেতরে’।
গাছের গুঁড়ির ভেতরে আগুন জ্বলতে থাকার এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। বেশ সাড়া ফেলে দিয়েছে ভিডিওটি।
কেউ কেউ হতবাক হলেও অনেকে অবিশ্বাসের সুরে বলছেন, এটা হতেই পারে না’। অনেকে এতে এতই মজা পেয়েছেন যে, ‘লর্ড অব দ্য রিংস’ মুভির ‘গ্রেট আই’এর সঙ্গে ঘটনাটির তুলনা চলছে।
তবে বজ্রপাতে এরকম আগুন জ্বলার বিষয়টি নতুন নয়। এর আগে, ২০১৭ সালে দুটি ভিন্ন জায়গায় ঠিক এরকম দুটি ঘটনা অবাক করে দিয়েছিল বিশ্ববাসীকে।
এ ধরনের একই রকম আরেকটি ঘটনা পাঁচ মাস আগে ফেসবুকে শেয়ার করে মিলবারির অগ্নিনির্বাপক বিভাগ।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী, এভাবে গাছের ভেতরে আগুন লাগলে তা বেশ কদিন ধরে জ্বলে। তারপর একসময় যখন পুড়ে যাওয়া গোড়াটি গাছের পুরো ভার সইতে পারে না, তখন গাছটি ধসে পড়ে। নিভে যায় আগুন।