টকশোর জুম চিত্র
করোনায় স্টুডিউতে অতিথি আনা যাচ্ছেনা। উপায় Zoom। আইডি আর পাসওয়ার্ড দিলে যে যার অবস্থান থেকেই যুক্ত। মজার কিছু দৃশ্য -
১. সবসময় যিনি ডিজিটাল বাংলাদেশ বলে চিৎকার করেন, তিনি সংযুক্ত হতে পারছেন না। তাকে লাইভের সময়ও শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে। যুক্ত হয়েই বলছেন, এই ডিজিটাল উন্নয়ন আমাদের সাফল্য।
২. এমন একজন, যিনি যুক্ত হয়েও লড়াই করে যাচ্ছেন, স্থির হতে পারছেন না। কখনো নিচে, কখনো টেবিলের তলায় মাথা ঢুকিয়ে দিচ্ছেন, ডানে, বায়ে, উপরে, নিচে তার চলাচল চলছেই।
৩. কেউ কেউ আছেন - ঘরের সিলিং এর দিকে চেয়ে কথা বলছেন, যেন আকাশ তাকে ডাকছে। তার গলা ছাড়া কিছুই দেখা যাচ্ছেনা।
৪. কেউ কেউ আছেন, খালি দুলছেন। সামনে, পেছনে দুলছেন আর কথা বলছেন।
৫. কেউ কেউ আছেন, ঘরের কাউকে ডেকে বলে চলেছেন, 'সাউন্ড দে, ছবি কইরে?
৬. সবচেয়ে সুবিধা তার, যিনি কথা শেষ করেন না, শারীরিকভাবে যেহেতু কাছে নাই, তারে থামানোও যাচ্ছেনা...
- লেখাটি জিটিভি'র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা'র ফেসবুক পোস্ট থেকে নেওয়া।