৪০ বছর ধরে এক ফোঁটাও ঘুমাননি তিনি!
একদিন, দুইদিন নয়, টানা ৪০ বছর ধরে এক ফোঁটাও ঘুমাননি এক চীনা নারী। এমনকি তাতে তার এতটুকুও ক্লান্তি আসেনি, পায়নি ঘুম; অন্তত এমনটাই দাবি করলেন তিনি। সম্প্রতি চীনা গণমাধ্যমে এ খবর প্রকাশ পেলে অনলাইনে সোরগোল পড়ে যায়।
স্বাভাবিক কোনো মানুষের পক্ষে একটানা ২৪ ঘণ্টা জেগে থাকাই যেখানে কঠিন, চীনের হেনান অঞ্চলের অধিবাসী লি ঝানিংয়ের টানা চার দশক নির্ঘুম থাকার দাবি বেশ অবিশ্বাস্যই। তবে ওই নারীর দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তার স্বামী ও প্রতিবেশীরা।
শেষ কবে ঘুমিয়েছেন, সেই স্মৃতি হাতড়ে লি জানান, সম্ভবত ৫-৬ বছর বয়সে। এখন তার বয়স মধ্য চল্লিশে।
না ঘুমিয়ে জীবন কাটানোর জন্য ইতোমধ্যেই হেনান প্রোভিন্সের ঝংমো কান্ট্রি গ্রামের প্রতিবেশীদের কাছে রীতিমতো তারকায় পরিণত হয়েছেন লি। তার দাবিকে বাজিয়ে দেখতে বছর কয়েক আগে রাতের বেলা স্ট্রিট লাইটের নিচে তাকে তাস খেলার আহ্বান জানিয়েছিলেন গ্রামবাসী। একে একে তাদের সবাই পালা করে ঘুমিয়ে পড়লেও দিব্যি জেগে ছিলেন লি।
তার স্বামী লিউ সুকিনও গণমাধ্যমে নিশ্চিত করেছেন, লি মোটেও ঘুমান না। বিয়ের পর থেকেই স্ত্রীকে দিবা-রাত্রি জেগে থাকতে দেখে আসছেন তিনি। শুরুতে এ নিয়ে স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। ইনসোমনিয়া হয়েছে ভেবে এনে দিয়েছিলেন ঘুমের ওষুধ। সেগুলো খেয়েও এক ফোঁটা ঘুম আসেনি লির!
গণমাধ্যম বাস্টিল পোস্ট জানিয়েছে, ঘুম না আসায় বহুবার চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন লি; কিন্তু চিকিৎসকরা তার মধ্যে কোনো ধরনের সমস্যা খুঁজে পাননি। অবশ্য সম্প্রতি বেইজিংয়ের একটি মেডিকেল সেন্টারে গেলে অবশেষে তার দীর্ঘকাল না ঘুমানোর সমস্যার একটা সমাধান পাওয়া গেছে। সেখানে একদল চিকিৎসক অ্যাডভান্সড সেন্সর ব্যবহার করে মনিটরের মাধ্যমে টানা ৪৮ ঘণ্টা ওই নারীর ওপর নজর রাখেন। অবশেষে তারা আবিষ্কার করেন, ওই নারী আসলে ঘুমান ঠিকই, তবে আমাদের মতো করে নন।
তার ৪৮ ঘণ্টার ব্রেনওয়েভ মনিটরিং ডাটা বিশ্লেষণ করে দেখা যায়, স্বাভাবিক মানুষের মতো শুধু বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নয়, বরং স্বামীর সঙ্গে কথা বলার সময়ও লি আসলে হালকা ঘুমিয়ে থাকেন! চিকিৎসকরা এটিকে 'জাগ্রত অবস্থায় ঘুম' বলে অভিহিত করেছেন। এটি অনেকটা স্লিপওয়াকিংয়ের মতো। তার মানে, ঘুমানো অবস্থায়ও তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো জাগ্রত মানুষের মতো কাজ করে!
চিকিৎসকরা বলেন, লি আসলে নিজ মস্তিস্কের শিকার! বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘুমের রাজ্যে হারিয়ে যান ঠিকই, তবে এজন্য চোখ বন্ধ করে রাখার দরকার পড়ে না তার।
শরীর ও মস্তিষ্কের এ রকম 'অস্বাভাবিক' ধরনের বিশ্রাম গ্রহণের কারণেই লি বিশ্বাস করেন, তিনি আসলে ৪০ বছরে এক ফোঁটাও ঘুমাননি! দিনে যেহেতু ১০ মিনিটের বেশি চোখ বন্ধ রাখেন না, সেদিক থেকে তার এমন দাবিকে একেবারে মিথ্যেও বলা যায় না!
-
সূত্র: অডিটি সেন্ট্রাল