জালে উঠে এলো নীল রঙের বিরল গলদা চিংড়ি
লবস্টার বা গলদা চিংড়ি চেনে না এমন কে আছে! লালচে বাদামি কিংবা কিছুটা মেটে রঙের এই প্রাণী অনেকের কাছেই বেশ উপাদেয়। কিন্তু কখনো কি দেখেছেন নীল রঙের গলদা চিংড়ি! ইউনিভার্সিটি অব মেইনের লবস্টার ইনস্টিটিউটের মতে, বিরল এ চিংড়ি মেলে ২০ লাখে একটি। আর এই বিরলতম প্রাণীই এবার ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মৎস্যজীবীর জালে।
টুইটারে চিংড়িটির ছবি শেয়ার করে সুইডিশ চিকিৎসা বিজ্ঞানী লার্স-জোহান লারসন লিখেছেন, "এই নীল লবস্টারটি গতকাল পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। এটি যেন বেড়ে উঠতে পারে, সেজন্য একে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।"
মুহূর্তেই ভাইরাল তার টুইট।
মন্ত্রমুগ্ধের মতো এতে কমেন্ট জুড়তে থাকেন নেটিজেনরা। একজন লেখেন, "আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি…লালের বদলে নীল! কী আশ্চর্য!"
আরেকজন নিজেও এই চিংড়ি ধরার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, "১৯৯৩ সালের গ্রীষ্মে লং আইল্যান্ড সাউন্ডে আমিও এমন নীল চিংড়ি ধরেছিলাম। তবে আমরা সেটিকে অ্যাকুয়ারিয়ামে দান করে দেই, যেন সেটি লম্বা সময় বেঁচে থাকতে পারে।"
অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "১৫ বছর আগে নর্থ হাভেনে আমরা একটি নীলরঙা গলদা চিংড়ি ধরেছিলাম। আমরাও সেটিকে পরে ছেড়ে দেই।"
দেখতে যতোই মোহনীয় হোক, আদতে জিনগত অস্বাভাবিকতার কারণে চিংড়িগুলো এমন রঙ ধারণ করে। নীল গলদা চিংড়ির শরীরে বিশেষ এক ধরনের প্রোটিন অধিক মাত্রায় উৎপাদন হয়।
- সূত্র- এনডিটিভি