কাউকে বুঝতে না দিয়েই ব্লক দেওয়া ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখা যাবে যেভাবে!
প্রাক্তনকে এড়িয়ে চলতে চাইছেন, কিন্তু সুযোগ পেলেই হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন তিনি? কারো সাথে কথা বলার আগ্রহ নেই কিংবা মন ভালো নেই, তখন অপ্রয়োজনীয় ম্যাসেজ আসা ঠেকাবেন কিভাবে? দুটি ছোট্ট কৌশল জানা থাকলে হোয়াটসঅ্যাপে সহজেই এ ধরনের মানুষকে এড়িয়ে চলতে পারবেন।
অনেকে বলতে পারে, চাইলেই তো যে কাউকে ব্লক করে দেওয়া যায়! কিন্তু পাছে অপরপাশের ব্যক্তিটি বুঝে যান, এই ভয়ে ব্লক দিতে পারেন না অনেকে। কিন্তু এখন থেকে হোয়াটসঅ্যাপে থাকবে এমন একটি নতুন বৈশিষ্ট্য যা ব্যবহার করে কাউকে ব্লক করলেও বুঝতে পারবেন না তিনি।
গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে ইতোমধ্যেই বেশকিছু ব্যবস্থা নিয়েছে হোয়াটসঅ্যাপে। তবে এতদিন কোনো ব্যক্তি সরাসরি হোয়াটসঅ্যাপ খুললেই তার নামের নিচে 'অনলাইন' লেখা উঠতো। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসেই সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে তারা। এখন থেকে কেউ না চাইলে আর অনলাইন লেখা দেখাবে না তার নামের নিচে।
'লাস্ট সিন অ্যান্ড অনলাইন' নামক একটি বিকল্প (অপশন) বন্ধ করে রাখলেই এই সুবিধা পাওয়া যাবে। এই অপশন বন্ধ করে রাখার পাশাপাশি যদি প্রোফাইল পিকচারও লুকিয়ে ফেলেন, তবে কোনোমতেই অপরপাশের মানুষটির পক্ষে বোঝা সম্ভব হবে না আপনি আদৌ তাকে ব্লক করেছেন কি না।
আর যদি কারো অজান্তে তার স্ট্যাটাস দেখতে চান, তাহলে নিজের 'রেড রিসিপ্ট' বন্ধ করে দিন। এতে কারো মেসেজ দেখলে তার মেসেজের তলায় আসা টিক চিহ্নগুলি আর নীল হবে না। পাশাপাশি, এই অবস্থায় কারো স্ট্যাটাস দেখলেও তিনি বুঝতে পারবেন না যে, আদৌ আপনি সেই স্ট্যাটাস দেখেছেন কি না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা