৭০তম জন্মদিনে পুতিন উপহার পেলেন ট্রাক্টর, তরমুজ আর বাঙ্গি
শুক্রবার (৭ অক্টোবর) ৭০তম জন্মদিন পালন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জন্মদিনে অদ্ভুত কিছু উপহার জুটেছে তার কপালে। এসব উপহারের মধ্যে আছে একটি নতুন ট্রাক্টর এবং এক পাহাড় তরমুজ ও বাঙ্গি।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশ্যাংকো পুতিনকে একটি নতুন ট্রাক্টরের গিফট সার্টিফিকেট দিয়েছেন। বেলারুশের শিল্প-কারখানায় সেই সোভিয়েত আমল থেকেই ট্রাক্টর একটি মর্যাদাপূর্ণ বস্তু হিসেবে অধিষ্ঠিত।
লুকাশ্যাংকো সাংবাদিকদের জানিয়েছেন, নিজের বাগানেও তিনি একই মডেলের ট্রাক্টর ব্যবহার করেন।
তবে এমন উপহারের রাশিয়ান রাষ্ট্রপ্রধান কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা পরিষ্কার ছিল না বলে লুকাশ্যাংকোর দপ্তরের বরাতে জানা গেছে।
এদিকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমমালি রাহমন পুতিনকে দুই পাহাড় তরমুজ ও বাঙ্গি উপহার দিয়েছেন। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ফলগুলোকে পিরামিডের আকৃতিতে স্তূপ করে রাখা হয়েছে।
তবে লুকাশ্যাংকোর এই ট্রাক্টর উপহারে ঠাট্টার ইঙ্গিত খুঁজে পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। ইউক্রেনে আক্রমণ শুরুর পর ট্যাংকসহ পরিত্যক্ত অনেক রাশিয়ান সামরিক যান ইউক্রেনের কৃষকদেরকে ট্রাক্টরের পেছনে বেঁধে টেনে নিয়ে যেতে দেখা যায়।
বলা বাহুল্য, জন্মদিনে ইউক্রেন থেকে নিন্দা ও সমালোচনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে তৈরি করা অসংখ্য মিম ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট