ইন্টারনেটেই প্রিয়জনকে চুমুর স্বাদ পাঠাতে পারবেন এই চীনা ‘চুম্বনযন্ত্র’ দিয়ে
প্রিয়জন বহু দূরে থাকেন? দূরের সেই মানুষটিকে চুমু পাঠাতে চান? এ সমস্যার সমাধান নিয়ে এসেছে একটি চীনা চুম্বন যন্ত্র। খবর সিএনএন-এর।
সিলিকনের এই 'ঠোঁটজোড়া' দেবে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর অনুভূতিও।
'লং ডিসট্যান্স রিলেশনশিপে' থাকা যুগলদের সামনে রেখে তৈরি হয়েছে এ যন্ত্র। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে যন্ত্রটি ইতিমধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
ঠোঁটের আকারে তৈরি এই যন্ত্রটিতে আছে প্রেশার সেন্সর ও অ্যাকুরেটরস। বলা হচ্ছে, যন্ত্রটি ব্যবহারকারীকে একেবারে আসল ঠোঁটের স্পর্শ দিতে পারবে।
শুধু তাই নয়, চুম্বনের ফলে ঠোঁটের যে উষ্ণতা, নড়াচড়া বা চাপ অনুভূত হয়, সেই অনুভূতিও অবিকল একইভাবে পাওয়া যাবে এই চুম্বনযন্ত্রের মাধ্যমে।
চুমুর অনুভূতির সঙ্গে যন্ত্রটি চুম্বনের ফলে সৃষ্ট শব্দও তৈরি করতে পারবে।
তবে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী যন্ত্রটিকে মজার বললেও অনেকে একে 'অশ্লীল' ও 'উদ্ভট' হিসেবেও অভিহিত করেছেন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবো-তে গত সপ্তাহে চুম্বনযন্ত্রটিকে নিয়ে কয়েক মিলিয়ন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
দূরের প্রিয়জনকে চুমু পাঠানোর জন্য ব্যবহারকারীকে ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর ওই ফোনের চার্জ দেওয়ার পোর্টে যন্ত্রটি গুঁজে দিতে হবে। অ্যাপের মাধ্যমে সঙ্গীর সঙ্গে যুক্ত হওয়ার পর ভিডিও কল করা যাবে। এরপর ওই যন্ত্রে মুখ দিয়ে চুম্বন করার মতো ভঙ্গি করলেই চুমু চলে যাবে অপর প্রান্তের সঙ্গীর কাছে।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন 'গ্লোবাল টাইমস'-এর তথ্য অনুসারে, আবিষ্কারটির পেটেন্ট নিয়েছে চ্যাংঝু ভোকেশনাল ইন্সটিটিউট অভ মেকাট্রনিক টেকনোলজি।
যন্ত্রটির প্রধান আবিষ্কারক জিয়াং ঝংলি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে আমি আমার প্রেমিকার সঙ্গে লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলাম। তাই আমাদের যোগাযোগ হতো ফোনে। সেখান থেকেই এই যন্ত্র আবিষ্কারের অনুপ্রেরণা পাই।'
চীনা যন্ত্রটি ব্যবহার করে চাইলেই দূরত্ব বজায় রেখে, সুরক্ষিত বলয়ের মধ্যে থেকে অচেনা যেকোনো ব্যক্তিকে চুমু দিতে পারবেন ব্যবহারকারী।
ব্যবহারকারীরা তাদের চুমু অ্যাপে 'আপলোড'ও করতে পারবেন, যাতে অন্যরা তা ডাউনলোড করে অভিজ্ঞতা নিতে পারেন।
চুম্বনযন্ত্রটির দাম ৪১ মার্কিন ডলার। চীনের বৃহত্তম অনলাইন শপিং সাইট তাওবাও-তে কয়েক ডজন ব্যবহারকারী যন্ত্রটির রিভিউ দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমার পার্টনার তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে (রিমোট) চুমু দেওয়া সম্ভব। তাই এটি ব্যবহারের পর ওর চোয়াল ঝুলে গিয়েছিল…আমাদের লং ডিসট্যান্স রিলেশনশিপে এটাই ওকে থেকে আমার সেরা সারপ্রাইজ।'
অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালেও মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান একই ধরনের সিলিকন 'টাচ-সেনসিটিভ' সিলিকন প্যাড তৈরি করেছিল। ওই চুম্বনযন্ত্রের নাম দেওয়া হয়েছিল 'কিসিংগার'।