‘ভালো ব্যাংক’: চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসা করে চিরকুট রেখে গেল চোর
ব্যাংকে চুরি করতে ঢুকেছিলেন চোর। কিন্তু কোনো লকারই খুলতে না পেরে শেষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে একটি চিরকুট লিখে রেখে যান। সেই সঙ্গে তাকে যেন খোঁজা না হয়, সেই অনুরোধও করেছেন।
ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলার। গত বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় এই ব্যর্থ চুরির প্রচেষ্টা ঘটে। পরদিন শুক্রবার সকালে কর্মচারীরা এসে ব্যাংক খোলার পর চোরের রেখে যাওয়া বার্তা পান।
প্রথমে শঙ্কিত হয়ে উঠলেও পরে ব্যাংকের সব মূল্যবান জিনিস অক্ষত আছে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
চোরের লিখে রেখে যাওয়া চিরকুটটি পুলিশকেও দেখিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ওই বার্তায় চোর লিখেছেন, 'আমার আঙুলের ছাপ পাবেন না। ভালো ব্যাংক। একটা রুপিও নিতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।'
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করেছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত ছিল।
চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ধারণা করছে, ওই চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় লোক হতে পারে।
পুলিশ জানিয়েছে, চোড় মুখোশ পরে এসেছিল, তাই তার চেহারা দেখা যায়নি। তাকে দেখে পেশাদার চোর বলেও মনে হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেন, ব্যাংকটি অল্পের জন্য বেঁচে গেছে, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। শুধু লকার ডোরে একটি অ্যালার্ম আছে জানিয়ে একজন পুলিশ বলেন, 'আগেও আমরা ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছিলাম।'