ক্ষমা চাইলেন ৯০০ কর্মী ছাটাই করা সেই সিইও
জুম কলের মাধ্যমে ৯০০ জন কর্মীকে বরখাস্ত করার একটি ভিডিও গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অমানবিক প্রক্রিয়ায় কর্মী ছাঁটাই করায় এবার ক্ষমা চাইলেন বেটার ডটকমের প্রধান নির্বাহী বিশাল গর্গ।
জুম কলের মাধ্যমে সফ্টব্যাঙ্ক-সমর্থিত সংস্থাটি তাদের প্রায় ৯ শতাংশ কর্মী ছাঁটাই করে গত সপ্তাহে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন বিশাল গর্গ। অবশেষে, ক্ষমা চাইলেন তিনি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) একটি চিঠিতে তিনি লিখেন, "আমি বুঝতে পারছি যে, আমি যেভাবে তাদেরকে সংবাদটি জানিয়েছি তা একটি খারাপ পরিস্থিতিকে আরও খারাপ বানিয়েছে।"
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্তের পিছনে বাজার, কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতাকে কারণ হিসাবে উল্লেখ করেছিলেন।
ভিডিওতে বিশালকে বলতে দেখা যায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মী ছাঁটাই করছেন তিনি।
তিনি বলেন, "বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ। আমি সত্যিই এটা করতে চাই না। এর আগেরবার ভীষণ কেঁদেছিলাম। আশা করছি, এবার শক্ত থাকতে পারব। এই মুহূর্ত থেকে আপনারা এই সংস্থার কর্মী নন।"
- সুত্র- রয়টার্স, হিন্দুস্তান টাইমস