মৃত্যুর দুই বছর পরেও চেয়ারে বসা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার!
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/02/11/chair-skeleton-ruin-wallpaper-preview.jpg)
জনৈক নারীর বাড়ির উপর হেলে পড়া গাছ কাটতে এসে খুব হালকা একটা দুর্গন্ধ পেয়েছিলেন দমকলের কর্মীরা। ভেবেছিলেন আশপাশে কোনো প্রাণী হয়তো মরে পঁচে গিয়েছে। কিন্তু কল্পনাও করতে পারেননি যে বাড়ির ভেতরে এক ভয়ানক দৃশ্য অপেক্ষা করছে তাদের জন্য!
ঘরের কাছাকাছি আসতেই গন্ধটা আরো তীব্র হয়। কোনোকিছু পঁচে শুকিয়ে গেলে যেমন গন্ধ বেরোয় ঠিক সে রকম। এদিকে বাড়ির মালিকের কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না দমকলকর্মীরা। প্রতিবেশী এক বাড়ির থেকে ফোন পেয়েই তারা সেখানে এসেছিলেন।
দমকল কর্মীদের একজন কৌতূহলবশত সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই চোখ কপালে ওঠে তার! তিনি দেখেন, ঘরের ভিতরে চেয়ারে বসা একটি কঙ্কাল। ঘটনাটি ইতালির লেক কোমো এলাকার। মৃত ওই বৃদ্ধার নাম মারিনেল্লা বেরেত্তা।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/02/11/fb68fdd505d13cbb40a7bea6297c700f0faa4b29-16x9-x0y612w4702h2645.jpg)
কোমো সিটি হলের প্রেস কর্মকর্তা ফ্রানচেসকা ম্যানফ্রেডি জানান, সোমবার ঘর থেকে উদ্ধার হয় বেরেত্তার কঙ্কাল। সত্তর বছর বয়সী ওই বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে। কোভিড এবং লকডাউনের কারণে তিনি বাড়ি ছেড়ে খুব কমই বেরোতেন। আত্মীয়স্বজন বলতেও বিশেষ কেউ নেই এই বৃদ্ধার।
মরদেহ দেখার পর প্রাথমিক ভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, বেরেত্তার মৃত্যু হয়েছে আরো দুই বছর আগে। যেহেতু ওই বাড়ির কাছাকাছি তেমন কেউ যেতেন না, ফলে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ টের পাননি।
তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেই উত্তর খুঁজছে পুলিশ।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির ফ্যামিলি অ্যান্ড ইকুয়াল অপারচিউনিটিস মন্ত্রণালয়ের মন্ত্রী এলেনা বনেত্তি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মারিনেল্লা বেরেত্তার ক্ষেত্রে যেটা হয়েছে, এই নিঃসঙ্গতার চরম পরিণতি আমাদের বিবেককে ধাক্কা দেয়। তার দিকে খেয়াল রাখাও সমাজের বাকিদের কর্তব্য ছিল। রাষ্ট্রের নাগরিক হিসেবে একে অপরের পরিবারের দিকে খেয়াল রাখা, খোঁজ়খবর নেয়া উচিত আমাদের। কাউকেই একা ফেলে রাখা উচিত নয়।"
সূত্র: সিএনএন