কাজের চাপে ক্লান্ত? অফিসেই কর্মীদের ঘুমের সুযোগ দিচ্ছে এই কোম্পানি
কাজে দক্ষতা বাড়াতে ছোট একটি পাওয়ার ন্যাপ দিয়ে শরীরকে চাঙ্গা করতে কে না চায়!
বেঙ্গালুরু-ভিত্তিক একটি স্টার্ট-আপ আনুষ্ঠানিকভাবে কর্মদিবসে তার কর্মীদের জন্য ৩০ মিনিটের পাওয়ার ন্যাপ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ওয়েকফিট সলিউশন টুইটারে 'ঘুমের অধিকার' এবং কর্মীরা কখন ঘুমাতে পারবে সেই সময় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দুটি ছবিসহ একটি পোস্ট শেয়ার করেছে।
পোস্ট অনুযায়ী, ওয়েকফিটের সহ-প্রতিষ্ঠাতা চৈতন্য রামালিঙ্গগৌড়া সম্প্রতি সহকর্মীদের কাছে এ সম্পর্কিত একটি ই-মেইল পাঠিয়েছেন। সেখনে তিনি ঘোষণা করেছেন, এখন থেকে অফিসের কর্মীরা দুপুর ২ টা থেকে ২:৩০ এরমধ্যে দ্রুত একটি ছোট পাওয়ার ন্যাপ নিতে পারবেন।
ই-মেইলে তিনি লিখেছেন, "আমরা ছয় বছরেরও বেশি সময় ধরে ঘুম সম্পর্কিত একটি ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং এখনও বিশ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক, বিকেলের ঘুমের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছি। আমরা সবসময় ঘুমকে গুরুত্ব সহকারে নিয়েছি, তবে আজ থেকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।"
"নাসার এক সমীক্ষায় দেখা গেছে, ২৬ মিনিটের ক্যাটন্যাপ কর্মক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে হার্ভার্ডের গবেষণা দেখায়, ন্যাপ কীভাবে বার্নআউট প্রতিরোধ করে", যোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোম্পানিটি ঘোষণা করেছে, প্রতিদিন দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ৩০ মিনিটের জন্য ঘুমানোর অধিকার থাকবে কর্মীদের এবং এই সময়ের মধ্যে সমস্ত কর্মচারীর ক্যালেন্ডার অফিসিয়াল ন্যাপ হিসেবে ব্লক করা হবে।
সংস্থাটি আরও লিখেছে, তারা কর্মীদের জন্য যথাযথ ঘুমের পরিবেশ তৈরি করতে অফিসে আরামদায়ক ন্যাপ পড এবং শব্দমুক্ত ঘর তৈরির কাজও করছে।
- সূত্র: এনডিটিভি