আর্থিক খাতে সুশাসনের উন্নতি করতে হবে: গভর্নর
দেশের আর্থিক খাতে সুশাসনের আরো উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীর।
তিনি বলেন, "এ খাতে সুশাসনের উন্নতির মাধ্যমে আর্থিক খাতের অবদান আরো বাড়ানো সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ।"
মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত অর্থবছরের সেরা করদাতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট-এলটিইউ আয়োজিত ওই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এনবিআর সদস্য আলমগীর হোসেন, এলটিইউ কমিশনার ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মনিরুল মওলা, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ সময় বক্তব্য দেন।