এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব : এফবিসিসিআই
২০১৯-২০ অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব বলে মন্তব্য করেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি শেখ ফজলে ফাহিম।
শনিবার (১৫ জুন) দুপুরে মতিঝিলে এফবিসিসিআই এর কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১০
বছর সরকারের জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেটের কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে”।
তিনি আরও বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও অর্থনৈতিক ভিশন-২০২১ ও ২০৪১ এর সুফল বাংলাদেশে দৃশ্যমান”।
তিনি বলেন, দেশের কৃষি, উৎপাদন, সেবা এবং গবেষনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করছে এফবিসিসিআই।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে শুরু থেকেই সুষ্ঠু মনিটরিং জোরদার করা হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।