পল্লী অঞ্চলে কমছে ভূমিহীনের সংখ্যা
দেশের পল্লী অঞ্চলে ভূমিহীনের সংখ্যা কমে আসছে। বর্তমানে গ্রামগুলোতে ৭.৮৪ শতাংশ পরিবার ভূমিহীন। অন্যদিকে, ২০০৮ সালে পল্লী অঞ্চলে ভূমিহীন পরিবারের সংখ্যা ছিল ১২.৮৪ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি শুমারির প্রাথমিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
রোববার রাজধানীর পরিসংখ্যান ভবনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রতিবেদনের বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প পরিচালক জাফর আহাম্মদ খান।
ভূমিহীনের সংখ্যা কমে আসার পাশাপাশি পল্লী অঞ্চলে কৃষিশ্রমিকের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে পল্লী অঞ্চলের জনসংখ্যার শতকরা হিসাবে এ হার ৪ শতাংশের বেশি কমেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বিবিএস জানিয়েছে, দেশে বর্তমানে গবাদি পশুর সংখ্যা (গরু, ছাগল ও ভেড়া) প্রায় ৫ কোটি। এছাড়া গৃহপালিত অন্যান্য প্রাণী, যেমন হাঁস, মুরগি ও টার্কির সংখ্যা ২৮ কোটি ৮০ লাখ।