ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে দশমিক ১১ শতাংশ
ফেব্রুয়ারিতে সামান্য কমে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৪৬ শতাংশ। আগের মাস জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৫.৫৭ শতাংশ। তার মানে মূল্যস্ফীতি কমেছে দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, বিয়ে, পিকনিক ও অন্যান্য উৎসবের মৌসুম হিসেবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কথা থাকলেও তা উল্টো কমেছে।
কারণ ব্যখ্যা করে তিনি বলেন, শীতে সবজির সরবরাহ ভালো ছিল। অন্যান্য পণ্যের সরবরাহেও কোনো সমস্যা ছিল না।
বিবিএস প্রতিবেদন অনুসারে, গত বছরের ফেব্রুয়ারি মাসে ৫.৪৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে পণ্যমূল্য বৃদ্ধির হার কমেছে ০.০১ শতাংশ পয়েন্ট।
জাতীয় পর্যায়ে ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে ৪.৯৭ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে ৬.২৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।