বাইসাইকেল, চা-সহ নতুন ৪ খাতের রপ্তানিতে নগদ সহায়তা দেবে সরকার
রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রডাক্ট ও উৎপাদিত সিমেন্ট শিট এ চারটি নতুন খাতসহ ৩৪টি খাতে ভর্তুকি বা নগদ সহায়তা দেবে সরকার।
২০২১-২২ অর্থবছরের পণ্য রপ্তানির বিপরীতে এ সুবিধা পাবে রপ্তানিকারকরা।
সোমবার এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার ইস্যু করবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের রপ্তানির বিপরীতে সরকার নতুন চারটি খাতে ৪ শতাংশ রপ্তানি সহায়তা প্রদান করবে।
এছাড়া চলতি বছরের নতুন করে ইপিজেড ও ই-জেড এর আওতাধীন রপ্তানিকারক এ ও বি ক্যাটাগরির প্রতিষ্ঠানকে নগদ সহায়তা প্রদান করা হবে।