বাজেটে পোশাক কারখানার জন্য উপকারী প্রস্তাবের প্রতিফলন ঘটেনি: বিজিএমইএ
তৈরি পোশাক খাতের জন্য বেশ কিছু প্রস্তাব থাকলেও প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন হয়নি বলে জানিয়েছেন এ খাতের উদ্যোক্তাদেন সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
শনিবার রাজধানীর উত্তরায় বিজএমইএ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ।
গত বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
তবে পোশাক খাতের বিদ্যমান উৎসে কর, নগদ সহায়তা ও করপোরেট করহারে কোনো পরিবর্তন না হলেও এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, 'বাজেট পাশ হওয়ার আগে এসব বিষয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করব।'
বিনিয়োগে আস্থার পরিবেশ রাখতে পোশাক রপ্তানির উৎসে কর আগামী পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার পাশাপাশি নন কটন ফ্যাব্রিক বা ম্যান মেড ফাইবারের পেশাক রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।