বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ৬ সেবা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে আরো ৬টি সেবা যুক্ত করেছে। এতে করে বিডার ওয়েবে (bidaquickserv.org) বিনিয়োগ সংক্রান্ত ৪১টি সেবা পাওয়া যাবে। এর মধ্যে বিডার নিজস্ব সেবা ১৫টি এবং অন্য ১০টি প্রতিষ্ঠানের ২৬টি সেবা রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নতুন এই সেবাগুলো যুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্যান্ডেমিকের কারনে কিছুটা স্থিমিত হয়ে গেলেও অর্থনীতি আবারও সচল হয়েছে। এখন বেসরকারি খাতের সাথে সমন্বয় করে সরকারী সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তাইলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত থাকবে।
অনলাইনে বিনিয়োগবান্ধব সেবা সম্প্রসারণের মাধ্যমে বিডা সেবা প্রাপ্তির কাজ সহজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছ থেকে সেবা গ্রহণ করবেন, কিন্ত কর দেবেন না, সেটা হয় না। সেবা গ্রহণের বিনিময়ে রাজস্ব আদায়ে সরকারকে সহযোগিতার করতে হবে। তাইলে সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।
পদ্মাসেতুর অগ্রগতির মধ্যে মাতারবাড়ীতে বিদেশী জাহাজ নোঙরের বিষয়টি দেশের অর্থনীতির উন্নয়নে আরেক মাইলফলক উল্লেখ করে বলেন, মাতারবাড়ী আমাদের জন্য হবে আরেক গেম চেন্জার। এমন একটা ডীপ সী পোর্ট আগেই প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এটা সম্ভব হয়েছে।
পদ্মাসেতু নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। কিন্তু দেশের উন্নয়নে মাতারবাড়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে দেশে স্বাবলম্বী হওয়ায় বিনিয়োগ সম্ভাবনা বাড়ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।
সেবাগুলো এক প্লাটফর্মে যুক্ত করার ফলে মনিটরিংয়ে সুবিধা হয় উল্লেখ করে সভাপতির বক্তব্যে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, অনলাইনে সেবা দেয়ায় আগের চেয়ে সময় এখন কম লাগে। হয়রানি কমেছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
বিনিয়োগকারীদের সুবিধা দিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ সরকার নানান উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে আমাদের সক্ষমতাও বেড়েছে। সুতরাং বেসরকারি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিডার Executive Chairman.
সংশ্লিষ্ট সূত্র বলছে, বিডার ওয়ান স্টপ সার্ভিসে নতুন যুক্ত হওয়া ৬টি সেবার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ৩টি (EIO, TOR and Zero Discharge Approval). এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Newly Electricity Connection), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (Newly Electricity Connection) এবং আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণক দপ্তরের (Import Registration Certificate-IRC) ১টি করে সেবা বিডার পোর্টালে চালু হয়েছে। আরো দশটি সেবা যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে।
ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সংযুক্ত করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে বিডা। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সমন্বয় করতে ইতোমধ্যে চার পর্বে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। আরো ১৯টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান। ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বিডা ১ হাজার ৫২৯ বিনিয়োগকারীর নিবন্ধন দিয়েছে।
উল্লেখ্য, সেবা গ্রহণ করে টাকা পরিশোধের সুযোগও দিচ্ছে বিডা। বিনিয়োগকারীদের দপ্তরে দপ্তরে ফাইল নিয়ে ছোটাছুটির হয়রানি বন্ধ হবে। অনলাইনে মনিটরিংয়ের কারণে এখন ফাইল দপ্তর বা টেবিলে আটকে থাকার সুযোগ নেই। সহজে বিনিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবেন বিনিয়োগকারীরা।