বেতন ও ঈদ বোনাস দেয়নি ১,২৯৮টি কারখানা: শিল্পাঞ্চল পুলিশ
ঈদের আগে শেষ কর্মদিবসে শিল্পাঞ্চল পুলিশের আওতাভুক্ত ৭৮২টি কারখানার মধ্যে ৪৪৭টি গত জুন মাসের বেতন পরিশোধ করেনি। আর ঈদ বোনাস দেয়নি ৮৫১টি কারখানা। এ তালিকায় গার্মেন্টস ছাড়াও অন্যান্য সব ধরনের কারখানা রয়েছে।
সোমবার (১৯ জুলাই) রাতে শিল্পাঞ্চল পুলিশ এ তথ্য জানিয়েছে।তবে বেতন-বোনাস পরিশোধ না হওয়া কারখানার মধ্যে কতগুলো পোশাক খাতের- তা জানায়নি।
অবশ্য এর আগে পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ জানিয়েছিল, বর্তমানে চালু থাকা তাদের প্রায় দুই হাজার কারখানার মধ্যে ৫টি বাদে সবাই বেতন-বোনাস পরিশোধ করেছে। আর অপর সংগঠন বিকেএমইএ জানিয়েছে, বেতন-বোনাস পরিশোধ করেছে তাদের ১০০০ এর উপরে সদস্য কারখানার সবাই।
এনিয়ে শিল্পাঞ্চল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবারও অনেক কারখানা বেতন-বোনাস পরিশোধ করবে। পরিশোধ না করা কারখানার বেশিরভাগই সংগঠনের সদস্য বহির্ভূত এবং পোশাক শিল্পের বাইরের অন্যান্য খাতের কারখানা।