ব্যাংক এশিয়াও ইভ্যালীসহ ১০টি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করেছে
দেশের ১০টি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড এটিএম কার্ডে লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া।
নিষেধাজ্ঞাভুক্ত এসব প্রতিষ্ঠান হলো: ইভ্যালী, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউডটকম, বুমবুম, আদেন মার্ট ও নিডস।
এ সিদ্ধান্তের ব্যাপারে নিজ গ্রাহকদের প্রতি পাঠানো নোটিশে টেকনিক্যাল কারণ উল্লেখ করেছে ব্যাংকটি।
এব্যাপারে ব্যাংক এশিয়ার কাস্টমার কেয়ারের কর্মকর্তা আজিজুর রহমান বলেছেন, ইতঃপূর্বে, ব্র্যাক ব্যাংক কর্তৃক কালো তালিকাভুক্ত ১০টি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আলোচিত ১০ কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধ করা হয়েছে। এর আগে এই ১০টি কোম্পানির সঙ্গে ব্র্যাক ব্যাংক কার্ডে লেনদেন বন্ধের ঘোষণা দেয়। ব্যাংক এশিয়াও একই পদক্ষেপ নিয়েছে।"
কিছু ই-কমার্স মার্চেন্টের সঙ্গে গ্রাহকদের লেনদেন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই সতর্কতা হিসেবে লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, বলে জানান ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী।
তবে, এর আগে মঙ্গলবার সিটি ব্যাংক কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, অনলাইন শপিংয়ে তাদের প্রদত্ত আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহার করে কেউ প্রতারিত হলে- তার জন্য ব্যাংকটি দায়ী থাকবে না।
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবার আগে ইভ্যালী ও আলেশা মার্টসহ ১০টি প্ল্যাটফর্ম থেকে পণ্য কেনার সময় তাদের ইস্যু করা কার্ড ব্যবহার না করতে গ্রাহকদের প্রতি নির্দেশনা দেয় ব্র্যাক ব্যাংক।
গ্রাহকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অগ্রিম মূল্য নেওয়ার পরও সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ থাকা ইভ্যালীসহ কিছু ই-কমার্স প্লাটফর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় ব্যাংকটির কর্তৃপক্ষ।
একইসঙ্গে, সতর্কতার অংশ হিসেবে মঙ্গলবার কার্ড হোল্ডারদের কাছে পাঠানো ই-মেইল ও মোবাইল এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়ে দিয়েছে ব্যাংকটি।
- আরও পড়ুন: ইভ্যালী: বেপরোয়া নাকি চালাক?
- ইভ্যালীসহ ১০টি প্লাটফর্মের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করলো ব্র্যাক ব্যাংক