ভ্যাকসিন সফলতার খবরে জুম শেয়ারের দরপতন
করোনার কারণে অফিস-আদালতের কাজে ব্যবহার বাড়ে ভিডিও কনফারেন্সের। যার সুবাদে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করেছে জুম।
ব্যবহারকারী বাড়ায় কোম্পানির বাজার মূল্যায়নও চাঙ্গা ছিল। কিন্তু, আজ সোমবার (৯ নভেম্বর) ভ্যাকসিন গবেষণায় উল্লেখযোগ্য সফলতা আসার ঘোষণায় জুমের শেয়ারে দরপতন লক্ষ্য করা গেছে।
চলতি বছর প্রিয়জন বা সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে জুম। ফলে শেয়ারের মূল্য বাড়ে ৬৩৫ শতাংশ। প্রযুক্তিখাতে একক কোম্পানির বাজার মূল্যায়নে যা এক অনন্য রেকর্ড।
তবে জীবাণু সংক্রমণ থেকে স্থায়ী সুরক্ষায় আজ নতুন আঙ্গিক যোগ করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজারের ঘোষণা। তারা জার্মান জৈব-প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে টিকা গবেষণার কাজ করছে। ফাইজারের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফল আজ জানানো হয়।
আনুষ্ঠানিক বিবৃতিতে তাদের প্রার্থী টিকা কোভিড প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর হয়েছে, বলে জানায় ফাইজার। এই ঘোষণার প্রেক্ষিতে অন্যান্য কোম্পানির প্রার্থী টিকাও তৃতীয় বা শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হবে, এমন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
জুমের শেয়ারের দরপতন ঘোষণার প্রায় সঙ্গেসঙ্গেই হয়। পুঁজিবাজারে কার্যদিবস শুরু হওয়া মাত্রই ১৫ শতাংশ দাম কমে জুম শেয়ারের। সর্বশেষ পাওয়া খবরেও দরপতন অব্যাহত থাকার কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক- দ্য ইন্ডিপেন্ডেন্ট।
অবশ্য বাজার বিশেষজ্ঞরা বলছেন, মূল্য কমে তা সেপ্টেম্বর মাসের পর্যায়ে নেমে আসতে পারে। তাছাড়া, অনেকেই মুনাফা নিয়ে শেয়ার বিক্রিও করে দিচ্ছেন। টিকার সফলতা দপ্তরে এসে কাজ করতে সহায়তা করবে, এমন অনুমান করেই শেয়ারটি ছেড়ে দিচ্ছেন অনেক বিনিয়োগকারী।