মার্চে রপ্তানি আয় প্রবৃদ্ধি ১২ শতাংশেরও বেশি
গত অর্থবছরের একই মাসের তুলনায় এবছরের মার্চে বাংলাদেশে রপ্তানি আয়ে ১২ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে, যা ৩.০৭ বিলিয়ন ডলার।
তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রপ্তানি আয় ০.১২ শতাংশ কমে ২৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার হয়েছে যা গত অর্থবছরের একই সময়েও ২৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার ছিল।
২০২১ সালের মার্চ মাসে সরকার নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭৯ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জন হয়েছে।
২০২১-২২ অর্থবছরের নয় মাসে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ে ২ দশমিক ৫৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়। অন্যদিকে, কৃষি, চামড়া ও পাদুকা খাত, প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক ফজলে শামিম এহসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, এখনো ওভেন পণ্যের রপ্তানি এখনো সংকটে আছে। অন্যদিকে পাদুকা খাত ক্ষতি পুষিয়ে নিয়ে কিছুটা ভালো অবস্থানে রয়েছে।