সফটব্যাংকের বিনিয়োগে বিকাশের বাজারমূল্য হবে ২ বিলিয়ন ডলার
দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের ১০ শতাংশের বেশি নতুন শেয়ার কিনতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সফটব্যাংক ভিশন ফান্ড ২।
বিকাশের বাজারমূল্য ইতোমধ্যেই ১,৭০০ মিলিয়ন ডলারের ওপর পৌঁছেছে। সফটব্যাংকের বিনিয়োগ সম্পন্ন হলে বিকাশের দাম প্রায় দুই বিলিয়ন ডলার বা ১৭ হাজার কোটি টাকার বেশি হবে।
শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এই তথ্য জানান।
বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক। এমএফএস প্রতিষ্ঠানটির ২০ শতাংশ শেয়ারের মালিকানা নিতে চায় সফটব্যাংক ভিশন ফান্ড ২। বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংক ছাড়া বিকাশের অন্যান্য অংশীদারদের থেকে ১০ শতাংশের কম শেয়ার কিনবে। তবে, কোন অংশীদার থেকে কত শতাংশ শেয়ার কেনা হবে তা এখনও জানা যায়নি। ব্র্যাক ব্যাংক ইতোমধ্যে জানিয়েছে, এই চুক্তির ফলে বিকাশে তাদের শেয়ার কমবে না।
চার বছরে মূল্য বেড়েছে দ্বিগুণ
২০১১ সালে ব্র্যাক ব্যাংক ও যুক্তরাষ্ট্রের মানি ইন মোশন এলএলসির উদ্যোগে দেশের প্রথম মোবাইল আর্থিক সেবাদাতা হিসেবে যাত্রা শুরু করে বিকাশ।
পরবর্তীতে ২০১৩ সালে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, ২০১৪ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ২০১৮ সালে আলিবাবা'র অঙ্গপ্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়ালস বিকাশে বিনিয়োগ করে।
অ্যান্ট ফিন্যান্সিয়ালস বিকাশের ২০ শতাংশ শেয়ার কেনার পর বিকাশের মূল্য দাঁড়ায় ৮৮০ মিলিয়ন ডলার। এরপর মাত্র চার বছরে প্রতিষ্ঠানটি মূল্য দ্বিগুণেরও বেশি বেড়েছে।
মূল্য বাড়ার পরেও ব্র্যাক ব্যাংক কেন বিকাশে তাদের বিনিয়োগ ধরে রেখেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ড. আহসান এইচ মনসুর জানান, বেসরকারি ব্যাংকটির বিশ্বাস বিকাশের প্রকৃত মূল্য এর বর্তমান দরের চেয়েও অনেক বেশি।
অ্যান্ট ফিন্যান্সিয়ালসের বিনিয়োগের সময় বিকাশের গ্রাহকসংখ্যা চার কোটিরও কম ছিল। সেসময় বার্ষিক রাজস্ব ছিল এক হাজার ৮৮৯ কোটি টাকা। অন্যদিকে, মোবাইলের মাধ্যমে বছরে আড়াই লক্ষ কোটি টাকার লেনদেন হতো।
বর্তমানে বিকাশের গ্রাহকসংখ্যা পাঁচ কোটি ১০ লাখের বেশি। গত ১২ মাসে রাজস্ব আয় হয়েছে তিন হাজার কোটি টাকা। এছাড়া বার্ষিক লেনদেনের পরিমাণ ৫.২ লক্ষ কোটি টাকা।
তবে, গত দুই বছর ধরে বিকাশ কিছুটা লোকসান গুনছে। মূলত বাজারের আরেক প্রতিদ্বন্দী নগদের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও বাজার সম্প্রসারণ ব্যয়ের কারণে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।
গত বছর ৮১ কোটি টাকার লোকসান গুনে বিকাশ। প্রতিষ্ঠানটি বাজারের নেতৃত্ব, প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী পরিসর বাড়াতেই মনোযোগী। আর তাই লোকসান সত্ত্বেও ব্যবসার ধরনের কারণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো চিন্তিত নয়।
দেশের এক বিলিয়ন ডলারের বেশি মূল্য সম্পন্ন স্টার্ট-আপ বিকাশ। ক্রমবর্ধমান ব্যবসার পরিধি অর্থপ্রযুক্তি খাতে বিকাশকে আরও বড় প্রতিষ্ঠানে পরিণত করবে বলেই বিশ্লেষকদের ধারণা।
সফটব্যাংক বিকাশের কোন অংশীদারদের থেকে শেয়ার কিনছে তা জানাননি ড. আহসান এইচ মনসুর।
সফটব্যাংক ভিশন ফান্ড ১ ও সফটব্যাংক ভিশন ফান্ড ২ পরিচালনা করে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। প্রতিষ্ঠানটির রয়েছে ১৫০ বিলিয়ন ডলারের তহবিল। ভারতীয় উপমহাদেশের উদীয়মান মার্কেটে বর্তমানে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে সফটব্যাংক।
ভারতের এমএফএস জায়ান্ট পেটিএম এবং ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক। বাংলাদেশে এই প্রথম বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করতে চলেছে।
বিকাশের বিনিয়োগ ঘোষণার পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ৯.৯ শতাংশ পর্যন্ত বেড়ে ৪৮.৭ টাকা হয়। রোববার লেনদেন শেষে আরও ৫.৫ শতাংশ বেড়ে দর দাঁড়ায় ৫১.৪ টাকা।
সার্কিট ব্রেকারের জন্য একদিনে কোনো শেয়ারের দাম নির্দিষ্ট হারে বৃদ্ধির পর আর বাড়তে পারে না।