১৪ ঘণ্টায় ১০৮ কোটি টাকার পণ্য বিক্রি করেছে দারাজ
চীনের ই-কমার্স ও খুচরা পণ্য বিক্রিকারী জায়ান্ট আলিবাবা গ্রুপের স্থানীয় অঙ্গপ্রতিষ্ঠান- দারাজ বাংলাদেশ ১৪ ঘণ্টায় ১০৮ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। গতরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টা নাগাদ তাদের ১১.১১ সেলস ক্যাম্পেইনে বিক্রির এ রেকর্ড হয়।
দারাজ বাংলাদেশের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) তাজদিন হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতরাত থেকে প্রায় দুই লাখ ভোক্তা চার লাখ অর্ডার প্লেস করেছেন, যার মোট মূল্য ১০৯ কোটি টাকা" এর আগে গতবছরের ১১.১১ ক্যাম্পেইনে ৮০ কোটি টাকা বিক্রি হয়েছিল বলেও জানান তিনি।
অনলাইন ক্রেতাদের থেকে বিপুল সাড়া পাওয়ার ব্যাপারে তাজদিন হাসান আরও বলেন, "আজ মধ্যরাত বা ১২ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এপর্যন্ত বেশি বিক্রি হওয়ার পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, অন্যান্য ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল ও ফ্যাশন আইটেমসমূহ।"
"এই ক্যাম্পেইন চলাকালে আমরা মোট ২০০ কোটি টাকার পণ্য বিক্রির আশা করছি"- বলে উল্লেখ করেন দারাজ সিএমও।
পণ্য ডেলিভারির প্রসঙ্গে তিনি বলেন, "১১.১১ ক্যাম্পেইনের পণ্য ভোক্তাদের দ্বারে পৌঁছে দিতে কাজ করবে ৬ হাজারের বেশি রাইডার। ঢাকা মহানগরীর ভেতরের ঠিকানায় আগামী ৩-৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, আর ঢাকার বাইরে ডেলিভারিতে ৫-৭ দিন সময় লাগবে।"
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর এনিয়ে চতুর্থবারের মতো তাদের ১১.১১ ক্যাম্পেইন পরিচালনা করছে দারাজ।