৬টি এলএনজি ট্যাংকার কিনছে সরকার
লিক্যুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) পরিবহনের লক্ষ্যে বড় আকারের ছয়টি এলএনজি ট্যাংকার কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
বৃহস্পতিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএসসি কর্তৃক এলএনজি জাহাজ ক্রয়ের প্রস্তাবের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২৫), রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ঠ্য ২০৩০ এবং ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি) ধারণার আলোকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছয়টি জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।
এই ছয়টি ট্যাংকারের মধ্যে ১ লাখ ৪০ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতার দু,টি, ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতার দু'টি এবং ১ লাখ ৮০ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতার দুটি ট্যাংকার রয়েছে।
ছয়টি ট্যাংকার ক্রয়ে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৬০২ কোটি টাকা। এরমধ্যে ১ লাখ ৪০ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতার দু'টির মূল্য ৩ হাজার ৫৪২ কোটি টাকা, ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতার দু'টির মূল্য ৩ হাজার ৫৩০ কোটি এবং ১ লাখ ৮০ হাজার ঘন মিটার ধারণ ক্ষমতার দু'টির মূল্য ৩ হাজার ৫৩০ কোটি টাকা।