অনন্ত হুয়াজিয়াংকে ১৩.৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ফরাসী কোম্পানি প্রোপারকো
বাংলাদেশের অনন্ত গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অনন্ত হুয়াজিয়াং লিমিটেডকে (এএইচএল) ১৩.৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ফরাসী উন্নয়ন অর্থায়ন সংস্থা- প্রোপারকো। কোম্পানিটির নারায়ণগঞ্জে অবস্থিত সোয়েটার কারখানা সম্প্রসারণ করে উৎপাদনের সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।
বুধবার (২৮ জুলাই) যৌথ এক বিবৃতিতে জানানো হয়, এর ফলে অনন্ত হুয়াজিয়াং একটি বৃহৎ পরিসরে সোয়েটার উৎপাদক হয়ে উঠতে পারবে এবং আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির প্রতিযোগী সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। দেশের মোট রপ্তানির ৮১ শতাংশ হয় এ খাত থেকে। কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৪ লাখ মানুষের।
বিবৃতিটি উল্লেখ করে, এএইচএল বাংলাদেশের শীর্ষ ১০ সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য প্রস্তুতকৃত তাদের বেশিরভাগ পণ্য ইউরোপে রপ্তানি হয়।
সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটির উচ্চ মানের সোয়েটার প্রস্তুতের সক্ষমতা বাড়বে। ২০২৩ সাল থেকেই গ্রাহক প্রতিষ্ঠানগুলিকে বার্ষিক এক কোটি পিস সোয়েটার সরবরাহ করতে পারবে। তখন পণ্যের দাম বাড়লেও, প্রতিযোগী দামে বিক্রির সুবিধা পাবে।
প্রোপারকো'র আঞ্চলিক পরিচালক ডায়ান জিগাম বলেন, 'এএইচএল'কে সমর্থন দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কোম্পানিটি বাংলাদেশের পোশাক শিল্পে লিঙ্গ-বৈচিত্র্য নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টিকারী এই প্রতিষ্ঠানটি তার কর্মীদের কল্যাণ, নারী ক্ষমতায়ন এবং সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ–তাদের প্রবৃদ্ধিকে সহায়তার মাধ্যমে প্রোপারকো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিখাতকে সমর্থন দিচ্ছে'।
এদিকে 'টুএক্স চ্যালেঞ্জ' নামে একটি বৈশ্বিক অর্থায়ন কর্মসূচি ২০১৮ সাল থেকে বাস্তবায়ন করছে প্রোপারকো। এএইচএল- এর উন্নত কর্ম পরিবেশের কারণে এবং নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকায়– এই কর্মসূচির আওতায় ঋণ পাচ্ছে।