‘নগদ গ্রাহকদের অর্থের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম’
নগদ-এর প্রতিবাদ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ২৭ আগস্ট, ২০২২-এর ওয়েব সংস্করণ ও ২৮ আগস্ট, ২০২২-এর প্রিন্ট সংস্করণে নগদ নিয়ে "Nagad spells trouble for the post office, customers" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান- নগদ জানিয়েছে, প্রতিবেদনটিতে আংশিকভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে এবং ওই ইস্যুর প্রকৃত অবস্থা স্পষ্ট করা হয়নি।
প্রতিষ্ঠানটির তরফ থেকে প্রতিক্রিয়াস্বরূপ এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটিতে কিছু তথ্য ও দাবি এমনভাবে উপস্থাপিত হয়েছে যাতে ভোক্তাদের বিভ্রান্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয় নগদ ৫০০ কোটি টাকার ঋণ নিয়েছে। নগদের বিবৃতি অনুসারে, 'কার্যকরভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক্সিম ব্যাংক থেকে ঋণ পায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে ট্রাস্ট কাম সেটলম্যাণ্ট অ্যাকাউন্ট থেকে কোনো ব্যাংক ঋণ সমন্বয় করতে না পারলেও এক্সিম ব্যাংক বেআইনিভাবে ঋণ সমন্বয় করায় নগদের অ্যাকাউন্টে ঘাটতি দেখা দেয়, পরে যা যথাযথভাবে পূরণ করা হয়। তাই এই মুহূর্তে নগদের ই-মানি ও প্রকৃত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই এবং গ্রাহকদের অর্থ সুরক্ষিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্সে ২০২২ সালের ২৫ আগস্ট নগদ এক্সিম ব্যাংকের বিরুদ্ধে রিট পিটিশন প্রত্যাহার করে।'
'তবে ২০২১ সালের ৬ মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিধিমালা জারি হলে নগদ পরবর্তীতে ঋণটি সামঞ্জস্য করে। বর্তমানে বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংকে নগদের কোনো ঋণ নেই।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং গ্রাহকদের আশ্বস্ত করছি যে গ্রাহকদের অর্থের জন্য নগদ সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম।'