চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রক্ষেপণ কমিয়ে ৬% করলো আইএমএফ
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭.২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সেখান থেকে কমে চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছে।
চলতি অর্থবছরের বাংলাদেশের মূল্যস্ফীতি হার ৯.১ শতাংশ হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের অক্টোবর সংস্করণে।
এ প্রতিবেদনে বৈশ্বিক আর্থিক সংস্থাটি অনুমান করছে যে, ২০২৭ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬.৯ শতাংশ হতে পারে।
অর্থাৎ, তার আগে এর বেশি আশাব্যঞ্জক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে না ওয়াশিংটন-ভিত্তিক সংস্থাটি।
সাম্প্রতিকতম প্রতিবেদনে সার্বিকভাবে এশিয়া মহাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাসেও কর্তন করেছে আইএমএফ। এর প্রধান কারণ, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই অঞ্চলের অনেক কেন্দ্রীয় ব্যাংককেই আর্থিক নীতি কঠোর করতে হচ্ছে। একইসময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ এশীয় দেশগুলির প্রধান প্রধান বাজারেও কমছে রপ্তানির প্রবৃদ্ধি।
আইএমএফের এই আভাস– করোনা মহামারির অভিঘাত থেকে এশিয়ার পুনরুদ্ধার নিয়ে বেড়ে চলা অনিশ্চয়তাকে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরো জোনের মতো বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিগুলোকে নিয়ে দেওয়া দুর্বল আভাসও বিশ্বমন্দার শঙ্কাকে জোরালো করছে।