শ্রীলঙ্কার সাথে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতায় লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মেকানিজমের (এসিইউ) আওতায় শ্রীলঙ্কার সাথে কোনো প্রকার লেনদেন না করতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশের ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়, 'শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক (সিএসবিএল) ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে এসিইউ ম্যাকানিজম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংককে এসিইউ মেকানিজমের আওতায় দেশটির সাথে কোনো বাণিজ্য বা বাণিজ্য সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে'।
এসিইউ এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলি আন্তঃআঞ্চলিক আমদানি দায় পরিশোধ করে থাকে।