ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ালো এনবিআর
ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে বলে আজ বুধবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আতকার।
এর আগে নভেম্বরে, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল এনবিআর। করদাতাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বাড়ানো হয়েছিল সময়সীমা। বলা হয়েছিল, এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে করদাতাদের কোনও জরিমানা দিতে হবে না।