কারখানা স্থাপনে বে অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে তাইওয়ানের পোশাক কোম্পানির চুক্তি স্বাক্ষর
মঙ্গলবার (১০ জানুয়ারি) তাইওয়ানের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাকালট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড গাজীপুরে কারখানা স্থাপনের জন্য বে অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
মাকালট (বিডি) লিমিটেড নামে পরিচালিত হতে যাওয়া কোম্পানিটি চুক্তির আওতায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বাংলাদেশে। গতকাল রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে ১০ হাজার ১১৯ বর্গমিটার জায়গা বরাদ্দে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান এবং মাকালট (বিডি) লিমিটেডের চেয়ারম্যান চৌ সিন পেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্পোর্টসওয়্যার, স্লিপওয়্যারসহ বিভন্ন ধরনের গার্মেন্টস পণ্য প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জানা গেছে, এই বিনিয়োগ সফল হলে বাংলাদেশে আরও দুটি কারখানা স্থাপন করবে মাকালট।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদানও নিশ্চিত করা হচ্ছে।
মাকালট (বিডি) লিমিটেডের চ্যায়ারম্যান চৌ সিন পেং বলেন, "বাংলাদেশে বিনিয়োগের ভাল পরিবেশ রয়েছে। চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামেও আমাদের কারখানা আছে। বাংলাদেশ ৬ নম্বর দেশ, যেখানে আমরা কারখানা প্রতিষ্ঠা করছি। বাংলাদেশে এটি আমাদের প্রথম পদক্ষেপ; এখানে আমরা বিনিয়োগ আরও বাড়াবো।"
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি আরও বলেন, "বাংলাদেশ অত্যন্ত জনবহুল দেশ হওয়ায় এখানে সহজেই জনশক্তি পাওয়া যায়, যেটি অন্যান্য দেশে একটি বড় চ্যালেঞ্জ।"
"এছাড়া, বাংলাদেশে তৈরি পোশাক ব্যবসা অনেক উন্নতি করছে। আরএমজি এক্সেসোরিস সহজে পাওয়া যায়, যেটি অন্য দেশের তুলনায় সহজলভ্য। এ বিষয়গুলোই আমাদেরকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে। আমরা আশাবাদী, আমাদের পণ্য কিনতে বাংলাদেশে অনেক বিদেশি ক্রেতা আসবে," যোগ করেন চৌ সিন পেং।
বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বলেন, "নতুন এই বিনিয়োগকারী প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কার্যক্রম দ্রুত শুরু করবে। তাইওয়ানের আরও প্রতিষ্ঠান যেন বাংলাদেশে বিনিয়োগ করে, সেজন্য আমরা যোগাযোগ করছি। বিনিয়োগের এই ধারাবাহিকতা বজায় থাকলে বে অর্থনৈতিক অঞ্চল তাইওয়ানের বিনিয়োগ হাব হিসেবে পরিচিতি পাবে।"
জিয়াউর রহমান টিবিএসকে বলেন, "ভিয়েতনাম থেকে তাইওয়ানের কিছু প্রতিষ্ঠান রিলোকেট (জায়গা পরিবর্তন) করার চিন্তা করছে। তাদের চোখ এখন বাংলাদেশের দিকে। তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের কারখানা নির্মাণে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করছে তাইওয়ানের বেশকিছু কোম্পানি। তারা বড় আকারে বিনিয়োগ করবে।"
তিনি বলেন, দেশে সরকারের বিনিয়োগ-বান্ধব নীতি, বন্দর সুবিধা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তরুণ জনশক্তি বিদেশি বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে।
বেজা সূত্রে জানা যায়, তাইওয়ান ভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাকালট ইন্ডাস্ট্রিয়াল ১৯৯০ সাল থেকে বৈশ্বিক সাপ্লাই চেইনের সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ২০২২ সালে তাদের টার্নওভার ছিল ১.১ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিতে ৩৪ হাজারেরও বেশি কর্মী রয়েছে এবং ৫টি দেশের ১৮টি কারখানায় বছরে ১৮০ মিলিয়ন পোশাক তৈরি করছে তারা।