১০ কোটি টাকার বেশি ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে ন্যাশনাল ব্যাংককে
একক কোনো গ্রাহককে ১০ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে।
সোমবার (২৩ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি নগদ আদায় ছাড়া পুরোনো ঋণ নবায়ন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা জারির ঘটনা নতুন নয়।
এর আগে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে বেসরকারি খাতের এই ব্যাংকটির একজন শীর্ষ গ্রাহকের চাপে বিধিনিষেধ শিথিল করা হয়।