প্রতিটি সিগারেটে ১০ টাকা শুল্কারোপের প্রস্তাব সিপিডির
প্রতি শলাকা সিগারেটে ১০ টাকা করে সুনির্দিষ্ট আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এছাড়া, প্রতিটি বিড়িতে ৩ টাকা এবং প্রতিগ্রাম জর্দা ও গুলের ওপর ৬ টাকা হারে একই শুল্কারোপের প্রস্তাব করেছে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কটি।
সিপিডির প্রস্তাবনায়, ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে। একইসঙ্গে, সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট/ মূসক) ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
২০২২ সালে পুঁজিবাজারে নিবন্ধিত তামাকপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপর কার্যকর কর ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। এই প্রেক্ষাপটে, ২০২৩-২৪ অর্থবছরে এসব কোম্পানির কর্পোরেট কর ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সিপিডির পক্ষ থেকে।
এর বাইরে, কোমল পানীয় ও এনার্জি ড্রিংক্সে প্রতি মিলিলিটারে ১০ পয়সা হারে বা প্রতি লিটারে ১০০ টাকা সুনির্দিষ্ট আবগারি শুল্কারোপের কথাও বলেছে অর্থনৈতিক গবেষণা সংস্থাটি।