ব্যালেন্স শীট বহির্ভূত দায়ের বিপরীতে ৫% প্রভিশন রাখতে হবে ব্যাংককে
অফ-ব্যালেন্স শিট (ওবিএস) দায়ের বিপরীতে রিস্ক অনুযায়ী ০.৫% থেকে শুরু করে সর্বোচ্চ ৫% পর্যন্ত প্রভিশন রাখার নতুন নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আগের নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে ওবিএস দায়ের বিপরীতে ১% প্রভিশন রাখতে হতো।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে।
'ওবিএস আইটেম' এমন সম্পদ বা দায়ের জন্য ব্যবহৃত হয় যেগুলো ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়না।
ব্যাংক যদি কোনো লেটার অব গ্যারান্টি ইস্যু করে তাহলে এটি তার ব্যালেন্স শিটে আসে না। কিন্তু এটি ব্যাংকের সম্ভাব্য দায়। কারণ গ্রাহক পাওনা টাকা পরিশোধ না করলে ব্যাংককে গ্রাহকের পক্ষ থেকে ওই পরিমাণ টাকা পরিশোধ করতে হয়। এজন্য একে ওবিএস এ দায় হিসেবে দেখানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, আগে ওবিএস দায় নিয়ে পরিস্কার কোনো নির্দেশনা ছিল না। নতুন পলিসিতে দায়গুলোকে ডিফাইন করা হয়েছে।
এখন থেকে অ্যাক্সেপটেন্স অ্যান্ড এন্ডোর্সমেন্ট, লেটার অব গ্যারান্টি, ইররেভোকেবল লেটার অব ক্রেডিট, বিলস ফর কালেকশন এবং আদার কন্টিনজেন্ট লায়াবিলিটি শিরোনামে ৫টি মূল দায় চিহ্নিত করা হয়েছে।
এসব দায়ের মধ্য থেকে রিস্ক অনুযায়ী প্রভিশন রাখার নীতি করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ দায়ের বিপরীতে ০.৫০% থেকে ১% প্রভিশন রাখার জন্য বলা হয়েছে ব্যাংকগুলোকে।
তবে ওবিইউ এক্সপোজার ওভারডিউ এর মেয়াদ অনুযায়ী ১%-৫% প্রভিশন রাখার জন্য বলা হয়েছে নতুন নীতিমালায়।
তবে যেসব ওবিইউ এক্সপোজার মামলাজনিত কারণে ওভারডিউ হয়ে আছে সেগুলোর জন্য আলাদা করে আরও ৫% প্রভিশন রাখতে হবে।