স্মার্ট বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সংসদে ৭.৬১ লাখ কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর
আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মোট ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি।
এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট।
এর আগে এদিন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
নতুন বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হতে চলেছে। সে তুলনায়, ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমদ।
বাজেট পেশ করার আগে এদিন সকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আসছে বাজেট হবে গরীববান্ধব। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে।