পুকুরের মাছ, বাগানের গাছ, গোয়ালের গরু বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়া যাবে!
অস্থাবর সম্পত্তির বিপরীতেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে সংসদে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে 'সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল-২০২২' উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এটি কার্যকর হলে, ব্যাংক ঋণের জন্য জামানতযোগ্য সম্পদের সংজ্ঞা আরও বিস্তৃত হবে। ফলে শুধু স্থাবর সম্পত্তিই নয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানত (এফডিআর), স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু বন্ধক রেখেই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে।
তবে অস্থাবর সম্পত্তিকে অবশ্যই বন্ধকীর জন্য নিবন্ধিত হতে হবে। তাই অস্থাবর সম্পদ নিবন্ধনের জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্তৃপক্ষ এসব সম্পদের মূল্য নিরূপণ করবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।
আইনে বলা হয়েছে, এতে ব্যাংক ও ঋণগ্রহীতা উভয়েই লাভবান হবে। ঋণ দেওয়াও সহজতর হবে।
বিদ্যমান ব্যবস্থায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হলে, দৃশ্যমান ও সমমূল্যের কোনো সম্পদ যেমন জমি বা ভবনকে জামানত বা বন্ধক রাখতে হয়।
নতুন 'সুরক্ষিত লেনদেন আইনের অধীনে ব্যাংকগুলো বাজারমূল্য বিবেচনায় অন্যান্য অস্থাবর সম্পদ প্রদত্ত ঋণের জামানত হিসেবে রাখতে পারবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, এখন থেকে রপ্তানির জন্য মজুদকৃত কাঁচামাল, স্বর্ণ, রুপা, ফিক্সড ডিপোজিটের বিপরীতে যে কেউ ব্যাংক ঋণ নিতে পারবে। এছাড়া, মেধাস্বত্ব, আসবাব, ইলেক্ট্রনিক্স, সফটওয়্যার, অ্যাপ বন্ধক রেখেও ব্যাংক ঋণ নেওয়া যাবে।
এমনকী পুকুরের মাছ, বাগানের গাছ বা গবাদিপশুর বিপরীতেও ঋণ দেবে ব্যাংক।
প্রস্তাবিত আইনটি ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের সহজে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ করে দেবে বলে আশা করছে সরকার।