বাংলাদেশে ৬১% জাপানি কোম্পানি ২০২৩ সালে মুনাফা বৃদ্ধির আশা করছে: জেট্রো
বাংলাদেশে প্রায় ৬১.৮ শতাংশ জাপানি কোম্পানি ২০২৩ সালে তাদের মুনাফা বাড়বে বলে আশা করছে।
বুধবার (৩০ আগস্ট) জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়, যেখানে প্রত্যাশিত মুনাফা বৃদ্ধির দিক থেকে পাকিস্তান প্রথম এবং লাওস দ্বিতীয় স্থানে রয়েছে।
এছাড়াও, বাংলাদেশ ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে যে মোট ৪৪.৪ শতাংশ কোম্পানি আগামী এক বা দুই বছরে ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে সম্প্রসারণকে বেছে নিয়েছে।
২০২৩ সাল নিয়ে প্রাক জরিপে ৪৩.৩ শতাংশ কোম্পানি মুনাফা বৃদ্ধির আশা করেছিল। হ্রাস হবে এমন শঙ্কা ছিল ১২.৩ শতাংশের।
আসিয়ান অঞ্চলে ৪৪.৯ শতাংশ কোম্পানি মুনাফা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এবং ৪৪.১ শতাংশ আগের বছরের মতোই থাকবে।