আগস্টে দেশের রপ্তানি বেড়েছে ৩.৮%
সরকারি তথ্য অনুযায়ী, নতুন অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তৈরি পোশাক পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রপ্তানির পরিমাণ বেড়েছে, যা দেশে চলমান বৈদেশিক মুদ্রার সংকট কমাতে সাহায্য করবে। এর একদিন আগেই বাংলাদেশ ব্যাংক জানায়, গত ছয় মাসের মধ্যে গেল আগস্টে দেশে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে, যা আগের মাস জুলাইয়ের তুলনায় ১৮.৭৮ শতাংশ কম।
সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, সামগ্রিক রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে পোশাক খাতের।
ইতিবাচক প্রবৃদ্ধি হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে রয়েছে- প্রাইমারি কমোডিটিস, হিমায়িত এবং জীবন্ত মাছ, কৃষিপণ্য, প্লাস্টিক পণ্য, চামড়াজাত পণ্য এবং জুতা (নন-লেদার)।
এছাড়া, নতুন অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি ৯.১২ শতাংশ বেড়ে ৯.৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।