২০২৩ সালে সোনালী ব্যাংকের মুনাফা ৮৩ শতাংশ বেড়েছে
দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের মুনাফা ২০২৩ সালে ৮৩ শতাংশ বেড়ে ৭৪৭ কোটি হয়েছে।
ব্যাংকটি আজ (৭ মে) ২০২৩ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আর্থিক বিবৃতি অনুসারে, সুদ আয় ও বিনিয়োগ থেকে আয়ে বড় উল্লম্ফন হওয়ায় ব্যাংকটির মুনাফা বেড়েছে।
গত বছরে সোনালী ব্যাংকের সুদ আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৭৩ কোটি টাকা হয়েছে। আর বিনিয়োগ আয় ৪৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯৮ কোটি টাকা হয়েছে।
গত বছরের শেষে সোনালী শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৬.৫০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০৫.২৫ টাকা।