মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়াল বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নীতি সুদহার ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
আজ বুধবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি হার ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ, যা মার্চে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে ৯ দশমিক ৮১ শতাংশ হয়েছে।
২০২৩ সালের মার্চ মাস থেকেই সার্বিক মূল্যস্ফীতির হার ৯ শতাংশের উপরে রয়েছে।
চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার আগে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছিল ৯ দশমিক ৪১ শতাংশ।
এই অবস্থায়, আগেও কয়েকবার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের অক্টোবরের শুরুতে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করে কেন্দ্রীয় ব্যাংক– যা ছিল এক দশকের মধ্যে সর্বোচ্চ।
এই বছরের জানুয়ারিতে তা আরো ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়।
নতুন সরকার গঠনের পরেই এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, মূল্যস্ফীতির বিরুদ্ধে সংগ্রামই হবে তার সরকারের প্রধান লক্ষ্য।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পলিসি ও লেন্ডিং রেট বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টানা। তবে বাজারে এর প্রভাব দৃশ্যমান হতে আরো কিছুটা সময় লাগবে।"
তিনি আরো বলেন, "অন্যদিকে পলিসি রেট বাড়ানো হলে ব্যাংকের (কেন্দ্রীয় ব্যাংক থেকে) তহবিল নেওয়ার খরচ বেড়ে যায়, এতে গ্রাহকের ঋণ নেওয়ার খরচ বাড়ে।"