ট্রেজারি বন্ড পুনঃমূল্যায়নে সেকেন্ডারি মার্কেটের সুদহার বিবেচনা করতে হবে: কেন্দ্রীয় ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে থাকা 'হেল্ড ফর ট্রেডিং' (এইচএফটি) ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একটি বন্ডের ইল্ড হল বন্ডের ইন্টারেস্ট থেকে বিনিয়োগকারী কি পরিমাণ অর্থ ফেরত পাবেন তার পরিমাপ। এটিকে একটি সাধারণ কুপন ইল্ড হিসেবে গণনা করা যেতে পারে অথবা ইল্ড ট্যু ম্যাচিউরিটির মতো জটিল পদ্ধতি ব্যবহার করেও এটি হিসাব করা যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর প্রতি নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে ব্যাংকগুলো এইচএফটি ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে প্রাইমারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনায় নিতো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, বিশ্বের সব দেশেই ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনা করা হয়।
তিনি বলেন, "আমাদের দেশেই একমাত্র প্রাইমারি মার্কেটের রেটকে বিবেচনায় নেওয়া হতো। এটি পরিবর্তন করায় এখন ব্যাংকগুলোর জন্য সুবিধা হবে।"
প্রাইমারি বন্ড মার্কেটের ইন্টারেস্ট রেটের সঙ্গে সেকেন্ডারি বন্ড মার্কেটের সুদহারের পার্থক্য থাকে উল্লেখ করে এ ব্যাংকার বলেন, প্রাইমারি বন্ডের রেট সরকার নিয়ন্ত্রিত হয়। ফলে এটি মার্কেটকে প্রতিনিধিত্ব করে না।
তিনি আরো জানিয়েছেন, সেকেন্ডারি মার্কেটের রেট মার্কেটকে আরো ভালোভাবে প্রতিনিধিত্ব করে। সেদিক থেকে দেখলে, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত সেকেন্ডারি বন্ড মার্কেটকে উন্নত করতে সহায়তা করবে।
কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রাইমারি বন্ডের নিলাম হয় মাসে একবার বা দুইবার। ফলে এ বন্ডের ইন্টারেস্ট রেটে এইচএফটি ক্যাটাগরির ট্রেজারি বন্ডের পুনঃমূল্যায়ন করা হলে তা সঠিক হয় না।
তিনি বলেন, "ব্যাংকের বইয়ে এতে ক্ষতি দেখায়। অন্যদিকে সেকেন্ডারি মার্কেটের সুদহার বিবেচনা করা হলে অবশ্যই ব্যাংকগুলোর হিসাব করতে আরো সুবিধা হবে।"
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে ট্রেজারি বিলের পুনঃমূল্যায়নের ক্ষেত্রে আগের মতোই প্রাইমারি মার্কেটের ইল্ড বা সুদহার বিবেচনায় নেওয়ার জন্য বলা হয়েছে।