বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমেছে ৪ হাজার ৫০২ কোটি টাকা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে ৩০ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ করা হয় ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। এবছর ৪ হাজার ৫০২ কোটি টাকা কম বরাদ্দ দেয়া হয়েছে গত বাজেটের তুলনায়।
২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের ১৩.২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও- এবার এখাতে ১১.৪ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে মাত্র ১ হাজার ৮৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে; যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৯৯৪ কোটি কোটি টাকা। এবার বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ ২৯ হাজার ২৩০ টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৩ হাজার ৮২৫ কোটি টাকা।
এ ছাড়াও বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ''২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহিত করতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি।''
এদিকে দেশজুড়ে গ্যাস সংকট সমাধানে জ্বালানি খাতে বড় বরাদ্দের প্রত্যাশা করেছিলেন শিল্পোদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞারা। কিন্তু বিগত কয়েক বছরের মতোই কম বরাদ্দ পেয়েছে এ খাত। ২০২২-২৩ অর্থবছরে জ্বালানি বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৭৯৮ কোটি টাকা।