২০২৪-২৫ অর্থবছরে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা
২০২৪-২৫ অর্থবছরের ঘাটতি বাজেট মেটাতে ব্যাংকখাত থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ (ধার) নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, ঘাটতি বাজেট মেটাতে সরকারকে বিদেশি ও অভ্যন্তরীণ উৎস থেকে মোট ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে বৈদেশিক অনুদান ও ঋণ হিসেবে সংগ্রহ করা হবে ৯৫ হাজার কোটি টাকা, এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ৮৫.৪ শতাংশ সংগ্রহ করা হবে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার মাধ্যমে।
চলতি অর্থবছরের বাজেটে, ব্যাংকখাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা প্রাক্কলন করেছিল অর্থমন্ত্রণালয়। তবে সংশোধিত বাজেটে এটি বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা।
সরকার ব্যাংকখাত থেকে ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিল ও ২ থেকে ২০ বছর মেয়াদি বন্ডের মাধ্যমে অর্থ ধার নিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংকখাত থেকে সরকারের নিট (প্রকৃত) ঋণের পরিমাণ ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করা হয়েছে ১৯ হাজার ৮৭৪ কোটি টাকা।