ছাগল পালনে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক
ছাগল, ভেড়া ও গাড়ল (উন্নত জাতের ভেড়া) পালন এবং কন্দাল ফসল চাষে কৃষকদের মাত্র চার শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ৫ হাজার কোটি টাকার যে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে, সেখান থেকে ব্যাংকগুলো ছাগল, ভেড়া ও গাড়ল পালনের পাশাপাশি কন্দাল ফসল চাষে ঋণ বিতরণ করতে পারবে। একইসঙ্গে এ তহবিলের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই তহবিল থেকে সর্বোচ্চ চার শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষক।
এ তহবিল থেকে এতদিন কেবল গরু মোটাতাজা করা, পোলট্রি, দুগ্ধ উৎপাদন এবং শস্য ও ফসল চাষে ঋণ মিলত।
বিশ্ববাজারে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। তাই কৃষকরা যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়াতে পারেন, সেজন্য এ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২২ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার এ তহবিল গঠন করা হয়। আগামী ৩০ জুন তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এখন মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় কৃষকরা কোনো জামানত ছাড়াই ২ লাখ টাকা ঋণ পেতে পারবেন। ঋণ পরিশোধে কৃষক বা গ্রাহক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাস সময় পাবেন।