২০২৩–২৪ অর্থবছরের ৩য় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ, তিন প্রান্তিকে সর্বোচ্চ
২০২৩–২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশে। গত বছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকেও জিডিপি ৩ দশমিক ৭৮ শতাংশে অবস্থান করেছিল।
তৃতীয় প্রান্তিকে জিডিপির পরিমাণ ১৩.৪৮ বিলিয়ন টাকা, যা গত বছরের একই প্রান্তিকের ১১.৪৪ বিলিয়ন টাকা থেকে বেশি।
২০২২–২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ১ দশমিক ৮৮ শতাংশের তুলনায় জিডিপিতে কৃষি খাতের অবদান সদ্য-বিদায়ী অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে।
শিল্প খাতের অবদানও ২ দশমিক শূন্য ৫ শতাংশ পয়েন্ট বেড়ে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ হয়েছে। জিডিপিতে সেবা খাতের অবদানও ১ দশমিক ৪৭ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে।
২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।