আকুর আমদানি দায় পরিশোধের পর গ্রস রিজার্ভের স্থিতি কমে হয়েছে ২০.৪৬ বিলিয়ন ডলার
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু)-র আমদানি দায় পরিশোধের পর আজ বুধবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২০.৪৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানান, চলতি বছরের (মে-জুন) সময়ের আমদানি দায় বাবদ আকুকে ১.৪২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভের স্থিতি বিপিএম৬ অনুযায়ী, কমে ২০.৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, উল্লেখিত দুই মাসে আগের চেয়ে পেমেন্ট এর পরিমাণ বেশি ছিল কারণ ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের এসময়ে দেশের আমদানি ব্যয় বেড়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্দেশিত বিপিএম৬ হিসাবপদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক গ্রস রিজার্ভ গণনা করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর আগে আইএমএফ ও অন্যান্য বহুপাক্ষিক দাতাদের থেকে ঋণ সহায়তা পাবার পর গত ২ জুলাই আইএমএফ স্বীকৃত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের স্থিতি ছিল ২১.৭৯ বিলিয়ন ডলার।
এর আগে মার্চ-এপ্রিল সময়ের আমদানি বাবদ গত মে মাসে বাংলাদেশ ব্যাংক আকুর ১.৬ বিলিয়ন ডলার পরিশোধ করে।