বেনামি ঋণের মাধ্যমে টাকা উত্তোলন আটকে দিল ইসলামী ব্যাংক
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই শুরু হয়েছে বেনামি ঋণের মাধ্যমে অর্থ তুলে নেওয়ার প্রবণতা, যা ঠেকাতে গতকাল টাকা তোলার চেক প্রত্যাখ্যান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
গত মঙ্গলবার ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে বেসরকারি খাতের ব্যাংকটি। গ্লোডেন স্টার ও টপ টেন ট্রেডিং হাউস নামে দুটি প্রতিষ্ঠান এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা করেছিল।
জানা গেছে, দুটি প্রতিষ্ঠানই ব্যাংকের মালিকপক্ষের সঙ্গে যুক্ত। তাই কেবল সরকার পরিবর্তনের পরেই তারা এসব প্রতিষ্ঠানের অর্থ উত্তোলন ঠেকাতে পেরেছেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা।
ইসলামী ব্যাংকে অস্থিরতা শুর হয় শেখ হাসিনা সরকারের পতনের পরই, যা গতকাল বুধবারেও দেখা গেছে। এদিনও বিক্ষোভ করেন, ২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর বাদ পড়া ও বঞ্চিত কর্মকর্তারা। তাঁরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ কায়সার আলী-সহ মালিকপক্ষের সুবিধাভোগী কর্মকর্তাদের পদত্যাগের পাশাপাশি গত সাত বছরে যোগ দেওয়া কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই চাপের মুখে গতকাল পদত্যাগে বাধ্য হন কায়সার আলী। তিনি এমডির কাছে পদত্যাগের পরে সেনাবাহিনীর সহায়তায় ব্যাংক ত্যাগ করেন।