আজও ইসলামী ব্যাংকের শেয়ারদর ঊর্ধ্বমুখী
আজ রোববারও (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে ইসলামী ব্যাংকের শেয়ারদর ৯.৯২ শতাংশ বেড়েছে।
আজ ব্যাংকটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
এ নিয়ে ব্যাংকটির শেয়ারের দাম টানা তিন দিন বেড়েছে। আর এই সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারদর ৩২.৫২ শতাংশ বেড়েছে, বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭০৬ কোটি টাকা।
এর আগে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম ঘণ্টায় ইসলামী ব্যাংকের শেয়ার দর বাড়ে ৯.০২ শতাংশ। এই সময় ব্যাংকের ৯ লাখ শেয়ার তিন কোটি টাকার লেনদেন হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইসলামী ব্যাংকের শেয়ারদর বাড়ছে।
অভিযোগ আছে, জামায়াতমুক্ত করতে ২০১৭ সালে ইসলামী ব্যাংকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। নতুন নতুন কোম্পানি তৈরি করে শেয়ারবাজার থেকে ব্যাংকটির শেয়ার কিনে নেয় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। এসব কোম্পানির পক্ষে ব্যাংকটিতে বসানো হয় পরিচালক।